 
                শাওমি রাউটার কেনাকাটা
                শাওমি মূলত উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি ডিভাইস সমূহের বিখ্যাত ব্র্যান্ড, যা উচ্চ-পারফরম্যান্স যুক্ত রাউটার তৈরি করে নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে ব্যাপক সারা ফেলেছে। পাশাপাশি, শাওমি রাউটার আকর্ষণীয় ডিজাইন, চমৎকার গতি, স্থিতিশীল সংযোগ এবং সাশ্রয়ী দামের জন্য বিডিতে খুবই জনপ্রিয়তা পেয়েছে। শাওমি রাউটার সাধারণত বাংলাদেশে এমআই রাউটার নামেও পরিচিত। তাছাড়া, এই ব্র্যান্ডের রাউটার গেমার কিংবা সাধারণ ব্যবহারকারী সহ উভয়ের মাঝে নির্ভরযোগ্য ইন্টারনেট কানেকশন এবং ওয়াই-ফাই সুবিধা প্রদানের জন্য আদর্শ রাউটার।
শাওমি রাউটারের দাম কত?
বাংলাদেশে শাওমি রাউটারের দাম সাধারণত কোয়ালিটি, অ্যান্টেনা, ও টেকনোলোজির ভিত্তিতে পরিবর্তিত হয়ে থাকে। এমআই রাউটারের দাম বিডিতে সর্বনিম্ন ৮,০০ টাকা থেকে শুরু হয় যা সাধারণত ৪-অ্যান্টেনাযুক্ত, সিংগেল ব্যান্ড, ৩০০ এমবিপিএস ডাটা ট্রান্সফার স্পীড, ডুয়েল কোর প্রসেসর এবং ১০০০ বর্গফুট এরিয়া কভারেজ প্রদান করে থাকে। এছাড়াও, অনলাইন গেমিং এবং এইচডি ভিডিও দেখার জন্য উচ্চ গতি সম্পন্ন এমআই রাউটারের দাম ১,৮০০ টাকা হয়ে থাকে।
বিডিতে শাওমি এমআই রাউটারের জনপ্রিয়তার কারণ কি?
শাওমি এমআই রাউটারে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা বিডিতে অন্যান্য রাউটারের তুলনায় বেশি জনপ্রিয়তা পেয়েছে। এমআই রাউটারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলো হচ্ছেঃ
রাউটার ডিজাইনঃ শাওমি এমআই রাউটারের বডি মূলত জ্যামিতিক ফর্ম এবং টেকসই নন-কোটেড ম্যাট সাদা প্লাস্টিকে ডিজাইন করা হয়েছে। যা বাসা, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারে সামঞ্জস্য পূর্ণ হবে। 
ডুয়াল-ব্যান্ড টেকনোলজিঃ শাওমি এমআই রাউটারটি ডুয়াল-ব্যান্ড টেকনোলজির সমন্বয়ে তৈরি করা হয়েছে। যার ফলে এই ব্র্যান্ডের রাউটার ব্যবহারে ২.৪ গিগাহার্জ এবং ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ব্যান্ড সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি, দ্রুত গতির ইন্টারনেট এবং শক্তিশালী ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়া যাবে।
উচ্চ-গতি সম্পন্ন সংযোগঃ এই ব্র্যান্ডের রাউটার ব্যবহারে সর্বোচ্চ ১,১৬৭ এমবিপিএস পর্যন্ত উচ্চ-গতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। যা অনলাইন গেমিং, হাই-কোয়ালিটির ভিডিও স্ট্রিমিং এবং বড় ফাইল ডাউনলোড করার জন্য উপযুক্ত।
স্মার্ট কিউওএস টেকনোলজিঃ স্মার্ট কিউওএস টেকনোলজির সাথে শাওমি রাউটার ডিজাইন করা হয়েছে। যা ইন্টারনেট ট্র্যাফিককে দ্রুত অ্যাক্সেস প্রদান করে, ফলে ব্যবহাকারীর গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো সহজেই প্রয়োজনীয় ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে পারে।
প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেমঃ বাচ্চাদের অনলাইন এক্টিভিটি নিয়ন্ত্রণে রাখার জন্য অভিভাবকদের শাওমি রাউটারে প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম যুক্ত রয়েছে। যার ফলে সহজেই নির্দিষ্ট ওয়েবসাইট অ্যাক্সেস সীমিত করা এবং ইন্টারনেট ব্যবহারের সময় সীমা নিয়ন্ত্রণের সুবিধা পাওয়া যাবে।
গেস্ট নেটওয়ার্কঃ নেটওয়ার্কের নিরাপত্তার ব্যবস্থা জোরধার করার পাশাপাশি অতিথিদের ব্যবহারের জন্য পৃথক নেটওয়ার্ক তৈরি করার অপশন রয়েছে এমআই রাউটারে।
এমআই ওয়াই-ফাই অ্যাপঃ শাওমি ব্র্যান্ডের রাউটার ব্যবহারে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এমআই ওয়াই-ফাই অ্যাপ। এই অ্যাপ ব্যবহাকারীকে নেটওয়ার্ক কানেকশন চেক, অননুমোদিত অ্যাক্সেস কন্ট্রোল, সংযুক্ত ডিভাইস সমূহের অন্যান্য ফাংশন পরিবর্তন করার সুবিধা প্রদান করে। এই অ্যাপটি ব্যবহার করে যেকোনো জায়গা থেকে শাওমি রাউটারটি রিমোটলি কন্ট্রোল করা যাবে।
স্মার্ট হোম ইন্টিগ্রেশনঃ শাওমি এমআই রাউটারের নিজস্ব স্মার্ট হোম ইন্টিগ্রেশন সিস্টেম যুক্ত রয়েছে। যা ব্যবহারকারীদেরকে এই রাউটারের মাধ্যমে স্মার্ট হোম ডিভাইস সহজে নিয়ন্ত্রণ করার সুবিধা প্রদান করবে।
এরর কারেকশন এলগোরিদমঃ শাওমি রাউটার দুর্বল সিগন্যালকে সহজেই ইম্প্রোভ করার জন্য এরর কারেকশন এলগোরিদম যুক্ত রয়েছে, যা নিরবিচ্ছিন্ন সংযোগ বজায় রাখে।
ডুয়াল কুলিং ফিন হিট সিঙ্কঃ রাউটার ব্যবহারে যে তাপমাত্রা উৎপন্ন হয় তা নিয়ন্ত্রণ করার জন্য ধাতব ন্যানোম্যাটেরিয়াল দিয়ে তৈরি ডুয়াল কুলিং ফিন হিট সিঙ্ক যুক্ত রয়েছে এমআই রাউটারে। ফলে, এই ব্র্যান্ডের রাউটার ব্যবহারে নেটওয়ার্কের নিরবিচ্ছিন্ন সংযোগ বজায় থাকে এবং রাউটারে কোনো সিস্টেম ফল্ট হয় না।
বাংলাদেশে শাওমি রাউটারের কোন মডেল জনপ্রিয়?
বর্তমানে বাংলাদেশে কম দামে শাওমি এমআই ৪সি, ৪এ রেগুলার এডিশন এবং গিগাবাইট এডিশনের রাউটার পাওয়া যায়। তবে শাওমি এমআই ৪সি রাউটার বিডিতে সাশ্রয়ী দামে ব্যাপক জনপ্রিয় রাউটার যা কম টাকার মধ্যে প্রায় সব ধরণের সুবিধা প্রদান করে।