মোবাইল হোল্ডার কেনাকাটা
মোবাইল হোল্ডার হচ্ছে মোবাইল ব্যবহারে প্রয়োজনীয় অ্যাক্সোসোরিজের মধ্যে অন্যতম। এটি মোবাইলকে নির্দিষ্ট স্থানে স্থীতিশীল রেখে সুবিধাজনক ভাবে ব্যবহার করতে সহায়তা করে। বাসা-বাড়ি বা অফিসের ডেস্কে, গাড়িতে এমনকি মোটসাইকেলে মোবাইল সুরক্ষিত অবস্থায় সহজে অ্যাক্সেস করার জন্য যথেষ্ট কার্যকর। বেসিস, জয়রুম, রিম্যাক্স, ইউগ্রীন, এলডিএনআইও সহ বাজেট বান্ধব নন-ব্র্যান্ডের মোবাইল স্ট্যান্ড বিডিস্টলে রয়েছে।
মোবাইল হোল্ডারের ধরণ
বাসা/অফিস ডেস্কের জন্য মোবাইল হোল্ডার
যারা বাড়ি থেকে কাজ করেন অথবা মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন তাদের জন্য এই মোবাইল স্ট্যান্ড কার্যকর। এটি ভিডিও কল, ভিডিও দেখা, অথবা কাজ করার সময় নোটিফিকেশনে নজর রাখার জন্য আদর্শ। এই ধরণের মোবাইল স্ট্যান্ডে অ্যাডজাস্টেবল হাইট ও অ্যাঙ্গেল রয়েছে, ফলে যেকোনো অবস্থায় মোবাইলের স্ক্রীন ভালো ভাবে দেখা যায়। কিছু কিছু প্রিমিয়াম মোবাইল হোল্ডারে বিল্ট-ইন চার্জিং ক্ষমতাও রয়েছে।
বাইকের মোবাইল হোল্ডার
আপনি যদি একজন বাইক রাইডার হন, তাহলে বাইকের জন্য একটি মোবাইল হোল্ডার থাকা আবশ্যক। এই স্ট্যান্ডগুলো মোটরবাইক রাইড করার সময় আপনার ফোনটিকে নিরাপদে ধরে রাখে, পাশাপাশি নেভিগেশন অ্যাপ, কল বা অডিও সহজেই অ্যাক্সেস করতে পারবেন। বাইকের মোবাইল হোল্ডার যথেষ্ট মজবুত এবং শক-প্রতিরোধী ভাবে ডিজাইন করা হয়েছে, যা যেকোনো রাস্তায় রাইডিং করার ক্ষেত্রে মোবাইল সুরক্ষিত রাখে।
গাড়ির মোবাইল হোল্ডার
গাড়িতে মোবাইল হোল্ডার ড্রাইভিং এর সময় মোবাইলে হ্যান্ডস-ফ্রি কল এবং জিপিএস নেভিগেশনের ক্ষেত্রে সহায়তা করে। অনেক মোবাইল হোল্ডার গাড়ির ড্যাশবোর্ড বা উইন্ডশিল্ডের সাথে সুরক্ষিতভাবে সংযুক্ত করার জন্য শক্তিশালী সাকশন কাপ বা ক্লিপ রয়েছে।
ইউনিভার্সাল মোবাইল স্ট্যান্ড
এই ধরণের মোবাইল স্ট্যান্ড যেকোনো সাইজের মোবাইল ফোনের সাথে মানানসই ভাবে তৈরি করা হয়েছে, যা ট্রেন বা বাস জার্নি, বাসায় শোয়া অবস্থা সহ বিভিন্নভাবে ব্যবহার করা যায়। ইউনিভার্সাল মোবাইল স্ট্যান্ড ওজনে হালকা, ফোল্ডেবল এবং পোর্টেবল হয়ে থাকে, যা যেকোনো অবস্থায় ব্যবহারের জন্য উপযুক্ত।
কেন মোবাইল হোল্ডার বেছে নেবেন?
মোবাইল স্ট্যান্ড কেবল সুবিধার জন্য নয় - এটি সুরক্ষার জন্যও উত্তম। বাইক চালানোর সময় বা গাড়ি চালানোর সময়, নিজের এবং যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে হাত স্টেয়ারিং বা হ্যান্ডেলবারে রেখে চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল হোল্ডার ব্যবহারের মাধ্যমে উভয় হাত স্টেয়ারিং বা হ্যান্ডেলবারের উপর রেখে সহজেই মোবাইল ফোন অ্যাক্সেস করা যায়। এছাড়াও, দীর্ঘসময় ভিডিও কল বা সিনেমা দেখার জন্য হাতে ধরে না রেখে মোবাইল স্ট্যান্ড রেখে আরামদায়ক ভাবে ব্যবহার করতে পারবেন।
বিডিতে মোবাইল স্ট্যান্ডের দাম
বিডিতে মোবাইল স্ট্যান্ডের দাম ২০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে হয়ে থাকে, যা ব্র্যান্ড, মডেল, ম্যাটারিয়াল, অ্যাডজাস্টমেন্ট, ম্যাগনেটিজম সহ অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। বাসা-বাড়িতে টেবিল, এবং অফিসে ডেস্কে ব্যবহারহার উপযোগী নন-ব্র্যান্ড এবং এবিএস প্ল্যাস্টিক ম্যাটারিয়ালে তৈরি মোবাইল হোল্ডারের দাম ২৬০-৪০০ টাকা। অ্যাডজাস্টেবল অ্যাঙ্গেল বা বিল্ট-ইন চার্জারের মতো অতিরিক্ত ফিচার যুক্ত প্রিমিয়াম মোবাইল স্ট্যান্ডের দাম ৭০০-১,৩০০ টাকার মধ্যে হয়ে থাকে। বাইক এবং গাড়ির মোবাইল হোল্ডারের দাম তুলনামূলক ভাবে কিছুটা বেশি হয়ে থাকে।
মোবাইল হোল্ডার কেনার আগে যে ফিচারগুলো দেখতে হবে
১। মোবাইল হোল্ডার কেনার ক্ষেত্রে মাউন্টিং মেকানিজম শক্তিশালী কিনা তা যাচাই করে নিবেন। এছাড়াও, ব্যবহারের সময় আপনার ফোনটি সুরক্ষিত এবং স্থিতিশীল রাখার জন্য সাকশন কাপ, রাবার গ্রিপ বা আঠালো ক্লিপগুলোও যাচাই করে নিবেন।
২। এমন মোবাইল স্ট্যান্ড বিবেচনা করবেন যা সামঞ্জস্যযোগ্য কোণ এবং উচ্চতা প্রদান করে। তাহলে আপনি যেকোনো অ্যাঙ্গেল থেকে আরামদায়ক ভাবে মোবাইল ব্যবহার করতে ও দেখতে পারবেন।
৩। তাছাড়া, ফোনের হোল্ডারটি আপনার ফোনের মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ, ব্যবহৃত মোবাইলের কেসিং সহ ধারণ করতে পারবে কিনা তা যাচাই করে নিবেন।
৪। দীর্ঘস্থায়ীত্ব এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অ্যালুমিনিয়াম বা উচ্চ-মানের এবিএস প্লাস্টিকের মতো টেকসই উপকরণ দিয়ে তৈরি মোবাইল হোল্ডার বিবেচনা করবেন।
৫। আপনার যদি মোবাইল স্ট্যান্ড নিয়ে ভ্রমণের পরিকল্পনা থাকে তাহলে হালকা ওজনের এবং ফোল্ডেবল ডিজাইন বিবেচনা করবেন, যা প্যাক করা এবং বহন করা সহজ হবে।
৬। সবশেষে, এমন একটি মোবাইল হোল্ডার বিবেচনা করবেন যা আপনার গাড়ি বা অফিসের ডেস্কের ক্ষতি না করে সহজে সেট আপ এবং অপসারণ করা যায়।
বিডিতে মোবাইল হোল্ডার কোথা থেকে কিনবেন?
বাংলাদেশে মোবাইল হোল্ডার ইলেক্ট্রনিক্স শপ, এবং ফিজিক্যাল স্টোরে পাওয়া যায়। এছাড়া, জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বিডিস্টলে বিভিন্ন ধরণের মোবাইল হোল্ডার রয়েছে যা ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি বাইক চালানো, অথবা গাড়িতে ব্যবহার করতে পারবেন। আপনি বিডিস্টল একই পেইজে মোবাইল হোল্ডারের দাম যাচাই করে বাজেটের মধ্যে সরাসরি অর্ডার করতে পারবেন।