 
                হট ওয়াটার ব্যাগ কেনাকাটা
                গরম পানির ব্যাগ কী?
হট ওয়াটার ব্যাগ হলো এমন একটি ব্যাগ যা এক ধরনের বিশেষ রবারের তৈরি ব্যাগ যার মধ্যে গরম পানি পূর্ণ থাকে। এটি মূলত মানুষের শরীরে কোন স্থানে ব্যাথা বা ব্যাথার উপশম কিংবা মানসিক চাপ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয়।
কত রকমের হট ওয়াটার ব্যাগ পাওয়া যায়?
বাংলাদেশে সাধারণত দুই ধরনের পাওয়া যায়। একটি হলো নন ইলেক্ট্রনিক হট ওয়াটার ব্যাগ এবং আরেকটি হলো ইলেক্ট্রনিক হট ওয়াটার ব্যাগ। নন ইলেক্ট্রনিক ব্যাগ গুলোতে মূূলত ব্যবহারকারীকে বাহির থেকে গরম পানি প্রবেশ করিয়ে সেটা উপযুক্ত স্থানে ব্যবহার করতে হয়। এটি একবার ব্যবহার করার পর কিংবা ভিতরের পানি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পুনরায় আবার সেই পানি বের করে গরম পানি প্রবেশ করিয়ে ব্যবহার করতে হয় আর ইলেক্ট্রনিক ব্যাগ গুলোতে স্থায়ীভাবে পানি দেওয়া থাকে যখন ব্যবহার করবেন তখন সেটার মধ্যে থাকা হিটারই সেই পানি হিট করে থাকে।
একটি হট ওয়াটার ব্যাগ কত দিন ব্যবহার করা যায়?
যত্নসহকারে ব্যবহার করলে একটি হট ওয়াটার ব্যাগ দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় তবে খেয়াল রাখবেন এটি যাতে নিয়মিত পরিষ্কার করা হয় এবং রাতে ঘুমানোর সময় যাতে প্রয়োগ করা অবস্থায় ঘুমিয়ে না যান অবশ্যই ঘুমানোর আগে ব্যাগটি যথাযথ স্থানে রেখে তারপর ঘুমাতে হবে। আর এটি ব্যবহারের সময় যাদের যাদের স্নায়বিক দুর্বলতা রয়েছে তারা একটু লক্ষ রাখবেন কারণ অনেক সময় এই ধররেন রোগীরা কতটুকু হিটে তারা আছে সেটা বুজতে পারে না ফলে পরবর্তীতে দেখা যায় তাদের চামড়া পুড়ে গেছে তাই সর্তক থাকা অত্যন্ত জরুরী।
কোন হট ওয়াটার ব্যাগ সবচেয়ে ভাল?
বাজারে অনেক ধরনের হট ওয়াটার ব্যাগ রয়েছে তবে তাদের মধ্যে ভালো ব্যাগ গুলোর রয়েছে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট। যেমন ভালো ওয়াটার ব্যাগের রয়েছে বিল্ট-ইন অটো শট-অফ ফাংশন যা মূলত ওবার হিটিং প্রতিরোধ করে থাকে ফলে অসর্তক ভাবে ব্যবহার করলেও শরীরের চামড়া কিংবা অন্য কোন অঙ্গ পুড়ে যায় না। এছাড়াও ভালো মানের রাবার দিয়ে তৈরি হবে। হাতে ধরে ছেক দেওয়ার জন্য কাপড়ের হাতল থাকবে। পাশাপাশি আরো থাকবে বরারের উপর কম্ফ্রটেবল কাপড়ের প্রোটেকশন এছাড়াও ভিতরের পানি হিট হতেও খুব কম সময় লাগে সাধারনত ২–৩ মিনিটে পানি গরম করতে পারা ভালো হট ওয়াটার ব্যাগের বৈশিষ্ট।
হট ওয়াটার ব্যাগের দাম কত?
বাংলাদেশে হট ওয়াটার ব্যাগের দাম ১২০ টাকা থেকে শুরু, যা গরম এবং ঠান্ডা উভয় ধরনের পানি রাখার জন্য উপযুক্ত। তাছাড়া, বাংলাদেশে হট ওয়াটার ব্যাগের দাম সাধারণত ব্যাগের সাইজ, তৈরি কৃত উপাদান, গুনমান এবং অন্যান্য ফিচার সমূহের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। পানি পরিবর্তনের ঝামেলা এড়াতে এবং দীর্ঘস্থায়ী উষ্ণতা ধরে রাখার জন্য অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম, উচ্চ মানের প্লাস্টিক ফিল্ম, জটিল ফাইবার সহ অভ্যন্তরীণ প্রেশার-প্রটেক্ট ডিভাইসের সমন্বয়ে তৈরি ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ পাওয়া যায়। বাংলাদেশে ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগের দাম ২৫০ টাকা থেকে শুরু। এছাড়াও, রিচারজেবল হট ওয়াটার ব্যাগও জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বিডিস্টল.কম এ প্রায় ৪০ পারসেন্ট কম দামে পাওয়া যায়।