
জীবনকে আরো সহজ এবং গতিময় করে গড়ে তুলতে গুগল এবার নিয়ে আসলো তাদের কালজয়ী আবিষ্কার। দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে হাতের মুঠোয় চলে এল বিনোদনের এই সর্ব শ্রেষ্ঠ মাধ্যমটি। অসাধারন একটি টিভি ডঙ্গল যার নাম গুগোল ক্রোমকাস্ট। গুগোল ক্রোমকাস্ট হচ্ছে এমন একটি যন্ত্রাংশ যার মাধ্যমে মিডিয়া সম্প্রচার করা যাবে যেকোন স্থান থেকে। সহজ কথায় বাড়িতে বসেই সম্প্রচার করা যাবে বিভিন্ন অনুষ্ঠান, খবর, বিজ্ঞাপনসহ অনেক কিছুই। এটি টেলিভিশনের এইচডিএমআই পোর্টে যুক্ত করে অনলাইন কন্টেন্টের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট, আইপ্যাড, ল্যাপটপ বা কম্পিউটার থেকে সরাসরি মিডিয়া সম্প্রচার করা সম্ভব যাবে। দেখতে ক্ষুদ্র হলেও অসম্ভব শক্তিশালী যন্ত্রাংশটি ব্যাবহার করে সাধারন টিভির পর্দায় এইচডি কোয়ালিটি সম্পন্ন ছবি দেখা যাবে। এতে থাকছে  নেটফ্লিক্স, ইউটিউব, গুগোল প্লে মুভি বা টিভি অথবা গুগোল প্লে মিউজিক ব্যাবহার করার সুবিধা। এমনকি প্যান্ডোরার মত এপ্লিকেশনও ব্যাবহার করা সম্ভব। এখানেই শেষ নয়, গুগোল ক্রোমকাস্টের মাধ্যমে স্ট্রীমিং ভিডিও, ই-মেইল, এবং ওয়েব সার্ফিং এর সুযোগও থাকছে। এন্ড্রোয়েড ডিভাইস ছাড়া এটিকে ম্যাক বা উইন্ডোজ ডিভাইসগুলোতেও ব্যাবহার করা যাবে। অসাধারন এই ডঙ্গলটিতে ব্লুটুথ, এফ এম কম্বোচিপ, ১৬ জিবি মাইক্রোন ফ্ল্যাশচিপ, ৫১২ এমবি RAM সহ  আরো অনেক নতুন প্রযুক্তি  যুক্ত করা হয়েছে। ব্লুটুথ সুবিধা থাকার কারনে এটি ব্যাবহারের জন্য রিমোর্টের প্রয়োজন নেই।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গুগল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে টেলিভিশন প্রযুক্তি নিয়ে কাজ করছিল। দীর্ঘ দিন পর সফলতা পেলেও কাঙ্খিত এই ডংগল বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী  করবে।  চমৎকার সব সুবিধা থাকার সাথে এর সীমিত মূল্যও এটিকে আরো জনপ্রিয় করে তুলবে বলে তারা আশাবাদী।  গুগোল কর্তৃপক্ষ জানিয়েছে এর দাম মাত্র ৩৫ মার্কিন ডলার। তবে এটি বাজারে কবে পাওয়া যাবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।